দেশের প্রথম পূর্ণাঙ্গ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র
——————————————————–
মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটি গড়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরে। পুরো জায়গাটি প্রায় ৮০ বিঘা। ডমরেটরি, অ্যাস্ট্রো অবজারভেটরি, অ্যাস্ট্রো উঠানসহ এটি হয়ে উঠেছে অনন্য এক স্থাপনা। মূলত চারতলা ভবনের ওপরে পর্যবেক্ষণ কেন্দ্রটির অবস্থান।