শাজাহান মৃধা বেনু পেলেন ‘সিটি ব্যাংক তরুপল্লব বৃক্ষসখা পুরস্কার ২০২১’
বাংলাদেশের অন্যতম প্রধান বিজ্ঞান ক্লাব ‘অনুসন্ধিৎসু চক্র’ এবং ‘বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন’-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন শাজাহান মৃধা বেনু। ওতপ্রোতভাবে জড়িত ছিলেন পরিবেশ সংরক্ষক নানা সংগঠনের সঙ্গে। সারাদেশে বিভিন্ন উদ্ভিদ রোপণ করে বিপন্ন প্রজাতি সংরক্ষণে ভূমিকা রেখেছেন তিনি। উদ্ভিদ বিষয়ে একাগ্রতা ও অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ শাজাহান মৃধা বেনুকে প্রদান করা হয় সিটি ব্যাংক-তরুপল্লব বৃক্ষসখা পুরস্কার ২০২১।