দেশের প্রথম পূর্ণাঙ্গ মহাকাশ পর্যবেক্ষণকেন্দ্র শ্রীপুরে

দেশের প্রথম পূর্ণাঙ্গ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরে। পুরো জায়গাটি প্রায় ৮০ বিঘা। ডমরেটরি, অ্যাস্ট্রো অবজারভেটরি, অ্যাস্ট্রো উঠানসহ এটি হয়ে উঠেছে অনন্য এক স্থাপনা।

শ্রীপুরের বাঘের বাজার থেকে প্রায় ৫ কিলোমিটারের পথ। রাস্তার একদম শেষে চোখে পড়বে চারতলা একটি ভবন। এটিই দেশের প্রথম পূর্ণাঙ্গ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। চারতলা ভবনের ওপরে পর্যবেক্ষণ কেন্দ্র। ব্যক্তি উদ্যোগে এটি প্রতিষ্ঠা করেছেন জ্যোতির্বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু।

পুরো জায়গাটি সবুজে ঘেরা। বিভিন্ন রকমের ফল গাছ চোখে পড়বে। কেন্দ্রটির সামনেই বসার জায়গা। সারি করে সাজানো বেঞ্চ। নিচতলায় কয়েকটি থাকার ঘর। দুইতলার শীতাতপ নিয়ন্ত্রিত একটি ঘরে বসেন মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটির প্রতিষ্ঠাতা শাহজাহান মৃধা বেনু।

Read More
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published.