করোনার দুঃসময়ে মানবিক উপহার হিসেবে তিন শতাধিক যন্ত্রসংগীত শিল্পীকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশন (বিএমএফ)। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সহযোগিতায় প্রত্যেককে এক হাজার টাকা করে দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২২ মে ২০২০) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কয়েকজন যন্ত্রসংগীত শিল্পীর মধ্যে নগদ টাকা দেওয়ার পর অন্যদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মৃধা বেনু, বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি গাজী আবদুল হাকিম, সাধারণ সম্পাদক দেবু চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য পিয়ারু খান, মনোয়ার হোসেন টুটু, ফোয়াদ নাসের বাবু, পল্লব সান্যাল ও সাহাবুল ইসলাম বাবুসহ কয়েকজন সাধারণ সদস্য।
অনুষ্ঠানে যন্ত্রসংগীত শিল্পীদের সহায়তায় সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
বাংলাদেশ, মে ২২, ২০২০, বাংলানিউজটোয়েন্টিফোর.কম