শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নে ‘বেনুর ভিটা’। গড়ে উঠছে দেশের প্রথম আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। যা কিনা দেশের জ্যোতির্বিবিজ্ঞান চর্চায় নতুন ইতিহাস রচিত হবে। সূচিত হবে আকাশ গবেষণার নতুন ক্ষেত্র। ব্যাক্তি উদ্যেগে, নিজ খরচে তৈরি করছেন মানমন্দির। চায়না-বাংলাদেশ চেম্বার এন্ড কমার্সের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক, অনুসন্ধিৎসু ক্লাবের প্রাণ। এমন কয়েক ডজন সংগঠন, সংস্থার সঙ্গে নাম জরিত। সর্বোপরি মুক্তিযুদ্ধের বীর সেনানি শাহজাহান মৃধা বেনুুুুুুুুুুুুুুুুুুু গড়ে তুলছেন এই মানমন্দির। আমরাও দেখে এলাম। তবে মাটি নিযে নতুন কিছু হতে যাচ্ছে ‘বেনুর ভিটা’য় । বসবে খড়ের ঘর, ঘুরবে চাক। তৈরি হবে মাটির পাত্র।
১৩ ফেব্রুয়ারি ২০২২