জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফটোগ্রাফি নিয়ে ঢাকায় কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের আয়োজনে গতকাল শুক্রবার রাজধানীর ১ সিদ্ধেশ্বরী অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালা পরিচালনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের মরেনো ভ্যালি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক জ্যোতির্বিদ ড. দীপেন ভট্টাচার্য। এসময় বক্তব্য রাখেন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো.শাহজাহান মৃধা ও সৌখিন জ্যোতির্বিদ মাহাফুজুর রহমান।
কর্মশালায় বক্তারা সাম্প্রতিক জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোফটোগ্রাফির বিভিন্ন টুলস, ক্যামেরা ব্যবহার করে অ্যাস্ট্রোফটোগ্রাফি করার পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন।
এছাড়া টেলিস্কোপ ব্যবহার করে অংশগ্রহণকারীদের হাতে কলমে ডিপ স্কাই অ্যাস্ট্রোফটোগ্রাফি দেখানো হয়।
০৫ জানুয়ারি ২০১৯